এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী চীনা নাগরিক লিউ শিয়াওবোর মুক্তির দাবিতে প্রায় পাঁচ শতাধিক খ্যাতিমান লেখক একত্র হয়েছিলেন বার্লিনে, গত ১০ ডিসেম্বর শুক্রবার।
চীনা কারাগারে আটক এই শান্তিবাদী মানুষটির মুক্তির লড়াইয়ে যোগ দিয়েছিলেন জন অ্যাশবেরি, ভোলফ বিয়ারমান, ব্রেইটেন ব্রেইটেনবাখ, হ্যান্স ক্রিস্টোফ বাখ, জুডিথ বাথলার, জে এম কোয়েটজি, ডেভ ইগারস, এলফ্রিদে ইয়েলিনেক, হার্টা মুলার, সালমান রুশদী, বিক্রম শেঠসহ বিশ্বের নানা প্রান্তের লেখকেরা।
‘ইন্টারনাশিনালে লিটারাতুর ফাস্টিভাল-বার্লিন’-এর ব্যানারে লেখকরা একত্র হয়ে শিয়াওবোর মুক্তির দাবির পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রেডিও স্টেশনের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন এই নোবেল বিজয়ীর লেখা বই ‘চার্টার ০৮’ এবং তার কবিতা ‘ইউ ওয়েট ফর মি উইথ ডাস্ট’ পড়ানো ও প্রচারের জন্য।
২০০৯ সালে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনে চীনা সরকার শিয়াওবোকে ১১ বছরের কারাদণ্ড দেয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩৫, ডিসেম্বর ১২, ২০১০