বিজয় দিবসের চল্লিশ বছরের সূচনা হবে আসছে ১৬ ডিসেম্বরে। এই দিনে অমিততেজ বাঙালি দেশকে স্বাধীন করেছে।
১৬ থেকে ১৮ ডিসেম্বর চলবে এ চিত্রমেলা। এখানে অংশ নেবেন দেশের ৩৫ জন প্রবীণ ও নবীন শিল্পী। তারা প্রত্যেকে দুটি করে আঁকবেন বিজয়ের চিত্রমালা। বিমানবন্দর সড়কের বেঙ্গল সেন্টারে তিন দিনব্যাপী এ আর্ট ক্যাম্প চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত।
বিজয় দিবসে সকাল ১০টায় আর্ট ক্যাম্প উদ্বোধন করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার ও শিল্পী হাশেম খান। বিশেষ অতিথি থাকবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
‘বিজয় দিবস চিত্রমেলা ২০১০’ সম্পর্কে উল্লিখিত তথ্য জানাতে ১৫ ডিসেম্বর বুধবার দুপুরে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, শিল্পী বীরেন সোম এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী । লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।
বাংলাদেশ সময় ১৬৫০, ডিসেম্বর ১৫, ২০১০