বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় ৩১ ডিসেম্বর শুক্রবার শুরু হবে দশজন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-৭’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী।
প্রদর্শনীতে ১০ জন শিল্পীর ৪০টি শিল্পকর্ম থাকবে।
প্রদর্শনীর ছবিগুলোতে শিল্পীরা তাদের অভিজ্ঞতা, রঙ ব্যবহার ও তুলির টানে নিজস্বতা আনতে চেয়েছেন। এখানে কেউ আধাবিমূর্ত ও বিমূর্ততার মধ্যে দিয়ে নিজ লক্ষ্যে পৌঁছতে চেয়েছেন। এই প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশের চিত্রকলা যে কত বৈচিত্র্যময় ও ভিন্নমাত্রা সঞ্চারে আগ্রহী তা স্পষ্ট হয়ে উঠেছে। এই শিল্পীদের সমাজ-ভাবনা ও জীবন-ভাবনার মধ্যে যে প্রতিবাদী অনুসঙ্গ আছে তা অনেককেই ভাবিয়ে তুলবে।
৩১ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় বেঙ্গল গ্যালারিতে দশ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী।
প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ৯ জানুয়ারি।
বাংলাদেশ সময় ২১৪০, ডিসেম্বর ৩০, ২০১০