ইংরেজি নববর্ষ উপলক্ষে সৃজনশীল প্রকাশনা শুদ্ধস্বর ১০ দিনব্যাপী একক বইমেলার আয়োজন করেছে। ২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শাহবাগের সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
অধ্যাপক চৌধুরী অসাম্প্রদায়িক, বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে প্রকাশকদের সমবেত অংশগ্রহণ প্রত্যাশা করেন।
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা শহরগুলোতে শুদ্ধস্বর-এর বইমেলা অনুষ্ঠানের ঘোষণা দেন, যেন দেশের সব অঞ্চলের পাঠকেরা সহজে বই সংগ্রহ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, প্রাবন্ধিক আহমাদ মাযহার, শিশুসাহিত্যিক আলম তালুকদার প্রমুখ।
বইমেলা উপলক্ষে শুদ্ধস্বর প্রকাশিত বই ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে বিক্রি হবে। বইমেলা চলবে ১১ জানুয়ারি, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময় ২৩১০, জানুয়ারি ২, ২০১০