ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

আমদানি নিষিদ্ধ হলো সালাম আজাদের ‘ভাঙ্গামঠ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৩

ঢাকা: লেখক সালাম আজাদের উপন্যাস ‘ভাঙ্গামঠ’ বাংলাদেশে আমদানি নিষিদ্ধ করেছে সরকার।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের এক আদেশের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।



বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এক নির্দেশনা জারি করে তফসিলি ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার শাখাগুলোকে এ তথ্য জানিয়ে পরিপালন করতে বলে।

জানা গেছে, ভাঙ্গামঠ ভারতের কলকাতার বিজয় প্রকাশনী থেকে প্রকাশিত হয়। বইটিতে ধর্মীয় স্পর্শকাতর বিষয় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৩।
সম্পাদনা: তমাল আবদুল কাইয়ূম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।