সিডনি (অস্ট্রেলিয়া): সিটি শহর থেকে বন্দাই বিচ পর্যন্ত দীর্ঘ সাড়ে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ভোর ৬টায় শুরু হয়ে সকাল ১০টায় এ প্রতিযোগিতা শেষ হয়।
এ প্রতিযোগিতায় ক্রেইগ মোটটরাম ৪১ মিনিট ৫৬ সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।
আর ২০০৫ সালে হেলসিনকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ পদক বিজয়ী সাউথ অস্ট্রেলিয়ার মহিলা দৌড়বিদ কেসি উড প্রথমবারের মতো ৪৭ মিনিট ৫৯ সেকেন্ডে এ দূরত্ব অতিক্রম করে দ্বিতীয় স্থান লাভ করেন।
৮৩ হাজারের বেশি দৌড়বিদ ১ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে তাদের প্রতিযোগিতা সম্পন্ন করে।
বিভিন্ন বৈচিত্র্য আর রঙ বেরঙের পোশাক পরে সৌখিন দৌড়বিদরা কয়েক ঘণ্টার মধ্যে প্রতিযোগিতার শেষ প্রান্তে পৌঁছায়।
এ দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ৪ মিলিয়ন ডলার চ্যারিটি ফান্ড সংগ্রহ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪