ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

জাস্ট হলিডেজ-এ এয়ার টিকিটে ৭ শতাংশ ছাড়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ৮, ২০১৬
জাস্ট হলিডেজ-এ এয়ার টিকিটে ৭ শতাংশ ছাড়

ঢাকা: ঈদ উপলক্ষে জাস্ট হলিডেজ লিমিটেড আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের এয়ার টিকিটে ৭ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। বিজনেস ক্লাসের টিকিটেও রয়েছে বিশেষ কমিশনের ব্যবস্থা।

বুধবার (০৮ জুন) জাস্ট হলিডেজ লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সিইও মোশাররফ হোসেন সুমন জানান, দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় ট্রাভেলস এজেন্সি জাস্ট হলিডেজ লিমিটেড ঈদ উপলক্ষে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। ঈদ আনন্দ আয়োজনে ভ্রমণ পিপাসুদের পাশে থাকতে‍ই এ আয়োজন।
 
জাস্ট হলিডেজ-এ যুক্ত রয়েছে বিখ্যাত ও বিলাস বহুল এয়ারলাইনস- ইমিরেটস এয়ারলাইনস, কাতার, কুয়েত, ওমান, টার্কিশ, ব্যাংকক এয়ারওয়েজের টিকিট।

বিলাস বহুল ফ্লাইটে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, কানাডা আসা-যাওয়ার সুব্যবস্থা রয়েছে।

এছাড়া মধ্যপ্রাচের দুবাই, দোহা, আবুধাবি, মাসকাট, শারজাহ, আম্মান (জর্ডান), বৈরুত (লেবানন), সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মামসহ আল-গাসিম রোডে গ্রুপ টিকিটের সুবিধা দেওয়া হচ্ছে।

এয়ার অ্যারাবিয়া, দুবাই, রুতানা এয়ার টিকিটে স্বল্প মূল্যের ব্যবস্থা রয়েছে জাস্ট হলিডেজ’র।

এশিয়া মহাদেশের বিভিন্ন গন্তব্যে খুব কম খরচে ব্যাংকক, ফুকেট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বালি, জাকার্তা, চীনের কুনমিং, গুয়ানজু, ভিয়েতনাম, কলম্বিয়া যেতে প্রতি টিকিটের জন্য যেসব ফ্লাইটে ছাড় রাখা হয়েছে- মালিন্দ এয়ার, চায়না ইস্টার্ন এবং এয়ার এশিয়া, টাইগার এয়ার, বিমান বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার কলকাতা, মাদ্রাজ, কাঠমাণ্ডু, মালদ্বীপ, কলম্বো, ভুটান, এয়ার ইন্ডিয়া, জেট এয়ার, মালদ্বীপিয়ান এয়ারলাইনস, শ্রীলঙ্কান এয়ার।

যোগাযোগের জন্য ফোন নম্বর- ০১৬১ ৪৪৬৬৬১০, ০১৬১ ৪৪৬৬৬০২, ০১৬১ ৪৪৬৬৬১২, ০১৬১ ৪৪৬৬৬১৫।

এছাড়া E-mail: [email protected], ওয়েবপেজ Web: www.justholidaysltd.com, ফেসবুক পেজ Facebook: https://www.facebook.com/Just-Holidays-Ltd-1543973742480970/ বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।