ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

নেতারা নয়, তৃণমূলই আ. লীগের মূলশক্তি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
নেতারা নয়, তৃণমূলই আ. লীগের মূলশক্তি

ঢাকা: নেতারা নয়, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি এবং তারাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, তৃণমূলই আওয়ামী লীগের চালিকা শক্তি। ইতিহাস পর‌্যালোচনা করলে দেখা যায়, অনেক সময় নেতারা বিচ্যুত হয়েছে, বিপদে সরে গিয়েছেন। কিন্তু তৃণমূল বিচ্যুত হয়নি, সবসময় পাশে থেকে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। তৃণমূলকর্মীরা সব সময় আওয়ামী লীগের সঙ্গে আছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ