ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে দলের জাতীয় কমিটি, প্রস্তুতি উপ-কমিটি এবং কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে।
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের আগে আগামী শনিবার (১৫ অক্টোবর) আহ্বান করা হয়েছে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা। বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এদিকে সম্মেলন প্রস্তুতি উপলক্ষে গঠিত ১১টি উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) সভা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
এর পরদিন আগামী বুধবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। বিকাল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
সভাগুলোতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১২০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এসকে/এমজেএফ/