বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত সরকার ও সিসিসির কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে দু’জনের নাম পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমসি কলেজের ক্যাম্পাসে অবস্থান নেন রঞ্জিত সরকার গ্রুপের ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আজাদ গ্রুপের নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে রঞ্জিত গ্রুপের ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বাংলানিউজকে জানান, ক্যাম্পাসে সংঘর্ষে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে শর্টগানের ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এনইউ/এএটি