শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এরআগে ভোরে ঈশ্বরদী পৌর এলাকার আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে বলেন, আমবাগান এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে অপকর্ম করছিলেন আলমগীর। বিরুদ্ধে অস্ত্র, মারামারি, দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে। এ পরিপ্রেক্ষিতে ভোরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিনের নেতৃত্বে একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়িতে রাখা রামদা, চাকু, চাইনিজ কুড়ালসহ ৫টি দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
ওসি রুহুল আমিন বাংলানিউজকে বলেন, শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
টিএ