তিনি বলেন, শ্রমিক বা সাধারণ মানুষের রক্ত দিয়ে কাউকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করতে দেবো না। দেশে সুষ্ঠু নির্বাচন হবে।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক মিলনায়তনে জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, সড়ক দুর্ঘটনার দায় শুধু চালকের নয়, যাত্রী ও পথচারীদের অসচেতনতাও এর অন্যতম কারণ। আইন প্রচলিত না থাকলেও সড়কের নির্মাণ ত্রুটির কারণে যদি দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীসহ দলীয় ও পরিবহন শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
এসআই