সোমবার (২৫ জুন) রাতে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি প্রতি বাজেটের পরই বলে বাজেট উচ্চবিলাসী, বাজেট বাস্তবায়ন সম্ভব না।
বাজেট বাস্তবায়নের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে ৯২ দশমিক ৭ শতাংশ বাজেট বাস্তবায়ন হয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন হয়েছে ৯০ শতাংশ।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ দিয়ে হাছান মাহমুদ বলেন, সিঙ্গাপুরের স্বাধীনতায় যেদল নেতৃত্ব দিয়েছিল সেই দল এখনো দেশ শাসন করছে। আবার মালয়েশিয়ার স্বাধীনতার নেতৃত্বদানকারী দল দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় ছিল। তাই দেশের মানুষকে অনুরোধ করবো যদি আরও কয়েক বছর শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ দেন তখন সিঙ্গাপুর, মালয়েশিয়ার উদাহরণ দিতে হবে না, বাংলাদেশই হবে উন্নয়নের উদাহরণ।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসএম/এনটি