শুক্রবার (২৯ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ট্রাইব্যুনালে তিনজন বিচারক ছিলেন।
গত কয়েকদিন আগে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২ জুলাই) এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেওয়া হবে। এর পরই ট্রাইব্যুনাল বসবে বলেও জানান তিনি।
পরে মন্ত্রী কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্ধিত সভায় যোগ দেন। ।
এসময় উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
জিপি