বৃহস্পতিবার (০৫ জুলাই) আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির নিয়মিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, কোটা আন্দোলনকারীদের ১৬টি বিকাশ এবং ৫টি রকেট একাউন্টে টাকা আসা।
তিনি বলেন, ছাত্রসমাজ কোটা বাতিল এবং কোটা রাখা উভয়পক্ষেই আছে। তাই সরকারকে সবপক্ষের কথা শুনেই সিদ্ধান্ত নিতে হবে।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পর থেকেই চালু রয়েছে। সাড়ে চার দশক ধরে এ পদ্ধতি চালু আছে। সেই পদ্ধতি হঠাৎ করে বাতিল করা যায় না। বাতিল করতে হলেও কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই লক্ষে ইতোমধ্যে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি উচ্চক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। সুতরাং এতোদিন পর হঠাৎ করে কোটা অান্দোলনকারীরা সবর হওয়ার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার উপ কমিটির সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
ওএইচ/