রোববার (২২ জুলাই) বিকেলে চারঘাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত ২০১৭-১৮ অর্থ বছরের বয়স্ক, অসচ্ছল প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ নারীদের মধ্যে স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের অর্থ ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, অতীতে বিএনপি-জামায়াত এ দেশের জনগণের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলেছে তা বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে আর ভুল করবে না।
শাহরিয়ার আলম বলেন, সব অন্যায়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতিমুক্ত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রাশেদুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মফিজুল ইসলাম, জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সাধারণ সম্পাদক ও সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাওথা-সারদা থানাপাড়া সড়কের পাঁকাকরণ কাজের উদ্বোধন করেন। এছাড়া প্রতিমন্ত্রী বিকেলে বাগমারা ও চারঘাট একাদশের মধ্যে উপজেলা ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসএস/ওএইচ/