মন্ত্রী বলেন, তারা (বিএনপি) নির্বাচন করতে আসেনি। এসেছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তারা যে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে তাতেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আমাদের সরকারের গত টার্মে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছিলেন। এবার আমরা চারটিতে জিতেছি তারা জিতেছে একটিতে। এর অর্থ সিটির পাঁচ ভাগের চার ভাগ জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন উন্নয়ন ও অর্জনের রাজনীতি গ্রহণ করেছে। বিএনপির নেতিবাচক রাজনীতিকে বর্জন করেছে। আসলে জনগণের ওপর বিএনপির কোনো আস্থা নেই। তারা কি করে প্রত্যাশা করে জনগণ তাদের ভোট দেবে।
সেতুমন্ত্রী বলেন, সিলেট সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী পাস করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই তাদের প্রার্থী জয়লাভ করেছেন। আমরা জানতে চাই বিএনপির প্রার্থী কি সেখানে পুনরায় নির্বাচন চান?
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তারপরও বিএনপি নির্বাচনে না এলে আমাদের কিছু করণীয় থাকবে না। বিএনপি না এলেও ওই নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এসকে/টিএ