ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

১৫ আগস্টের কুশীলবদের বিচার করতে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
১৫ আগস্টের কুশীলবদের বিচার করতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ।

ঢাকা: ১৫ আগস্টের কুশীলবদের বিচার করতে হবে জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারে হত্যাকাণ্ড ছিল গভীর ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের বিচার করতে হবে এবং জাতীর সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

বুধবার (০১ আগস্ট) জাতীয় প্রেসক্লা‌বের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আ‌লোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত ছিল এখনই সময় তাদের মুখোশ উন্মোচন করার।

অন্যথায় একশ’ বছর পরের প্রজন্ম জানতে পারবে না এই পৈশাচিক হত্যাকাণ্ডের কুশীলব কিংবা কারা এই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল। তাই এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা যুক্ত ছিল জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর খুনিরা কখনোই ভাবেনি তাদের এই হত্যাকাণ্ডের বিচার হবে। তারা কখনো ভাবতে পারেনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তাদের বিচার করবে এবং ফাঁসির রশিতে তাদের ঝুলতে হবে। সেই কারণে তারা দম্ভ করে বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিল এবং হত্যাকারীদের মধ্যে এর কৃতিত্ব নেওয়ারও প্রতিযোগিতা ছিল। ইতিহাস তাদের ক্ষমা করে নি। যখন বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু হয় তখন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অনেকেই ভাবতে পারেনি এই বিচার সম্পন্ন হবে এবং বিচারের রায় কার্যকর হবে। শুধু বিচার হয়নি, বিচারের রায়ও কার্যকর হয়েছে এবং যারা এখনো পালিয়ে আছে ইনশা-আল্লাহ তাদেরকেও দেশে এনে বিচারের রায় কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই নানা ষড়যন্ত্রে লিপ্ত এবং কোনো অজুহাত পেলেই সেখানে বাতাস দেওয়ার চেষ্টা করে। সুতরাং তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের বক্তব্য এটা তার নিজস্ব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এই বক্তব্যের সঙ্গে আমরা ও আমাদের দল কোনোভাবেই একমত নয়। তবে তাকে ধন্যবাদ তিনি তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

আয়োজক সংগঠনের সভাপতি ওমর বিন আজিজ তামীমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমিন রুহুল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা অধ্যাপক ফজলুল হক, ইসমত কাদির গামা, আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার, অরুন সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ