বৃহস্পতিবার (০৯ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলার জলছত্র কপোর্স খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, কিছু রাজনৈতিক দলের কর্মী নেতাদের নির্দেশে স্কুল ড্রেস পরে আন্দোলনে ঢুকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। ধর্মীয় সম্প্রীতির পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সর্বদা সচেষ্ট। বাঙালি ও বাংলার উন্নয়নেই আওয়ামী লীগের রাজনীতি ও দর্শন।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ইউজিন নকরেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত আদিবাসী দিবসের আলোচনা পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী নেতা অজয় এ মৃ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।
এছাড়াও বেনেডিক্ট মাংসাং, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম,সুষমা কস্তা সিএসসি, ছাত্র নেতা শ্যামল মানখিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এনটি