বৃহস্পতিবার (০৯ আগস্ট) দুপুর ২টায় শরীয়তপুর পৌর অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ এ শোকসভার আয়োজন করে।
বিএম মোজাম্মেল হক বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীরা যখন ন্যায়সঙ্গত নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছিলো তখন সরকার তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে সব দাবি মেনে নেয়। ঠিক তখনই বিএনপি ছাত্রদের আন্দোলনে বিভিন্ন উষ্কানি দিয়ে দেশে অরাজকতা ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু ছাত্র-ছাত্রীরা যখন তাদের ষড়যন্ত্র বুঝতে পারলো তখন তারা ক্লাসে ফিরে গেলো। এমনিভাবে বিএনপি তাদের আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় দেশে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পায়তারা করে আসছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মির্জা হজরত আলী, নুরুল আমিন কোতোয়াল, আব্দুস সালাম হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন, ডা. খালেদ শওকত আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এনটি