‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী’ উপলক্ষে শনিবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আওয়ামী শিল্পী গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন হাছান মাহমুদ।
কামাল হোসেনের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন বলেন, যেসব ছাত্রদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার পক্ষে তিনি কথা বলেছেন।
‘প্রধানমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী’ বলে ড. কামাল হোসেনের নিজেকে উপস্থাপনের কড়া সমালোচনা করে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, যারা ষড়যন্ত্র করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। এখন তারা সুর বদল করেছে। কিন্তু তাদের মানসিকতার পরিবর্তন হয়নি এবং ষড়যন্ত্রও থামেনি।
আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিপক্ষ- যারা দেশটা চায়নি এবং যারা মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ- তারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুকে হত্যার পথ বেচে নিয়েছিলেন। আজকেও বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সে কারণে তারা ষড়যন্ত্রের পথে হাঁটছে। তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে।
আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে অালম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল, কবি অাসাদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এইচএ/