সোমবার (২১ আগস্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের হয়রানি কমিয়ে সেবার মান বৃদ্ধিতে সিংড়াতে চারবার গণশুনানি করা হয়েছে।
তিনি বলেন, চলনবিলবাসী ৯ বছর আগে মানুষ শান্তিতে ঘুমাতে পারতো না। ডাকাতির আতঙ্ক থাকতো, চাঁদাবাজি, সন্ত্রাসী, সর্বহারা ও জঙ্গিদের উৎপাত ছিল। বর্তমানে সিংড়ার মানুষ শান্তিতে ঘুমায়। এখন আর কেউ আতঙ্কে থাকে না। ৯ বছর আগে গ্রামের পর গ্রাম অন্ধকারে ছিল, রাস্তাঘাট ছিল নামমাত্র। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাত্র উপজেলার ৫০ হাজার ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও, ভারপ্রাপ্ত) বিপুল কুমারের সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রমুখ।
গণশুনানিতে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার মানুষের কাছে ভূমি, বিদ্যুৎ,স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ শুনে তা নিরসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
জিপি