তিনি বুধবার (২৯ আগস্ট) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা) এর সহযোগিতায় রাষ্ট্রায়ত্ত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) এর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিরা আজও দেশেকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন’র (বিসিআইসি) চেয়ারম্যান শাহ মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গু, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিম, নরসিংদীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ড. আনোয়ারুল আশরাফ খান, দিলিপ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার চেয়ারম্যান, শরীফুল হক শরীফসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই