তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, দেশে শতভাগ উন্নয়ন হবে৷ ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন৷
শনিবার (৮ সেপ্টেম্বর) নির্বাচনী প্রচারের ট্রেনযাত্রায় টাঙ্গাইলে প্রথম পথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন৷ টাঙ্গাইল রেলস্টেশনে এ পথসভার আয়োজন করা হয়৷
সকাল ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দলটির নেতারা ট্রেনযোগে উত্তরাঞ্চল অভিমুখে রওনা হন। রেলযাত্রার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় নামলো ক্ষমতাসীন আওয়ামী লীগ।
পথসভায় ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তা রক্ষা করেন৷এ সময় তিনি সমবেত জনতার উদ্দেশে বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিলন তা কি পূরণ হয়েছে? সবাই হাত তুলে সমস্বরে বলেন, হয়েছে৷
পথসভায় ওবায়দুল কাদের নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন. কোন্দল করবেন না, বিশৃঙ্খলা করবেন না৷ বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে৷ আগামী দুই-একদিনের মধ্যে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শোকজ পাঠানো হবে৷
আওয়ামী লীগের এই সফর উপলক্ষে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি রিজার্ভ করা হয়েছে।
আওয়ামী লীগের নির্বাচনী এই সফরে অন্য নেতাদের মধ্যে আছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
এসকে/আরআর