বুধবার (৭ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন রেজাউল করিম।
সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, সংলাপে বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কোনো অালোচনা হয়নি।
অবশ্য সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা (ঐক্যফ্রন্ট) খালেদার মুক্তি ওইভাবে চাননি, জামিন চেয়েছেন।
কাদের আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, তাদের নেতাদের মুক্তি প্রভৃতি দাবি মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এছাড়া আমাদের মন্ত্রী-এমপিরা নিজেরা কোনো সরকারি গাড়ি, পতাকা ব্যবহার করবে না, কোনো সরকারি সুবিধা নেবে না, এমপিদের কোনো ক্ষমতা থাকবে না। অন্য প্রার্থীরা যে সুযোগ-সুবিধা পাবেন, তারাও সেটা পাবেন। তারা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে যেটা বলেছে সেটা হবে না। পৃথিবীর কোনো দেশে সেটা হয় না। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
টিএম/এমইউএম/এসকে/এইচএ/