রোববার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। ৩০০ আসনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থীদের মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ।
এর মধ্যে রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন আসনের প্রার্থীরাও চিঠি পেয়েছেন।
পড়ুন>> সিলেট বিভাগের নৌকার টিকিট পেলেন যারা
তারা হলেন- শামসুল আলম দুদু (জয়পুরহাট-১), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), আবদুল মান্নান (বগুড়া-১), হাবিবুর রহমান (বগুড়া-৫), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), আবদুল মালেক (নওগাঁ-৫), ইসরাফিল আলম (নওগাঁ-৬), ওমর ফারুক চৌধুরী (রাজশাহী-১), প্রকৌশলী এনামুল হক (রাজশাহী-৪), শাহরিয়ার আলম (রাজশাহী-৬), অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), ডা. হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ-২), আবদুল মজিদ মন্ডল (সিরাজগঞ্জ-৫), হাসিবুর রহমান স্বপন (সিরাজগঞ্জ-৬), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), মকবুল হোসেন (পাবনা-৩), শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-৪), গোলাম ফারুক প্রিন্স (পাবনা-৫)।
পড়ুন>> ময়মনসিংহ বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা
বাকি আসনগুলোর বিষয়ে এখনও কিছু বলা হয়নি।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এমআইএস/এমএ