শুক্রবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মাদারীপুর এলাকায় এক উঠান বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশে হতদরিদ্রের হার ৯ শতাংশের একটু বেশি জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা হয়েছে।
কেরানীগঞ্জেও এ উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, ‘কেরানীগঞ্জের ঘাটারচরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় চালু হবে। ১২০ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জের সড়ক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। ’
ঢাকা-২ আসন নির্বাচন সমন্বয় কমিটি কালিনন্দী ইউনিয়নের আহ্বায়ক আবুল হোসেন মাস্তানের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রীর ছেলে ডা. তানজিল ইসলাম অদিত, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
জিপি