ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘তারা পাকিস্তানপক্ষের মুক্তিযোদ্ধা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
‘তারা পাকিস্তানপক্ষের মুক্তিযোদ্ধা’ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম

চাঁদপুর: ‘বিএনপি-জামায়াত নেতারা বলছেন- জামায়াতেও মুক্তিযোদ্ধা আছে। আমিও বলবো আছে। তবে তারা পাকিস্তানের পক্ষের মুক্তিযোদ্ধা। কারণ তারা পাকিস্তানের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। তাদের স্বীকৃতি দিয়েছে পাকিস্তান। আর আমরা বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি।’

শনিবার (১ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের সময় ১ নম্বর সেক্টরের কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম এসব কথা বলেন। চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে জনগণের কাছে ভোট ও দোয়াও চেয়েছেন মেজর (অব.) রফিক।

 

তিনি বলেন, ‘বিএনপি নেতাদের এমন বক্তব্যকে আমরা ঘৃণা করছি। তাদের এমন দুঃসাহস আমরা কিছুতেই মানব না, তাদেরকে ক্ষমাও করবো না। তারা এ ধরনের বক্তব্য দিতে পারে না। তাদের বক্তব্য ক্ষমার অযোগ্য। ’

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন- শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সভাপতি ফরিদউল্যাহ চৌধুরী, পৌরসভার মেয়র আবদুল লতিফ মিয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুণ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদউল্যাহ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ