ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ  ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। 

বুধবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব কাজী রানা, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, কোষাদক্ষ রতন আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা পারভীন, সদস্য সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, সহ-সাধারণ সম্পাদক জগলুল হায়দার প্রমুখ।

 

একই সময়ে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সমন্বিত আইনজীবী ঐক্য ফোরাম।

এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান ও আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক বাচ্চু প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।