ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

বিএনপি নেতাকর্মীরা শঙ্কিত নয়: মির্জা আব্বাস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
বিএনপি নেতাকর্মীরা শঙ্কিত নয়: মির্জা আব্বাস  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে নেতা-কর্মীরা শঙ্কিত নয় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা সবাই আটকের জন্য প্রস্তুত আছি। গ্রেফতারি পরোয়ানা কিংবা আটক হওয়া নিয়ে কেউ শঙ্কিত নই। 

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

মির্জা আব্বাস বলেন, দেশনেত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল।

কিন্তু বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের আসতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরে নেতা-কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

‘এমনকি আমাদেরও ঢুকতে দেওয়া হচ্ছিল না। রাস্তায় নেতা-কর্মীদের হাঁটতে দেওয়া হচ্ছে না। সমস্ত রাস্তা ফাঁকা করা হয়েছে। একসঙ্গে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ’ 

বিএনপির মিটিং-মিছিলে বাঁধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দলের এই শীর্ষ নেতা।  

এ সময় দলের অন্যতম শীর্ষ নেতা নজরুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।