শনিবার (২৮ অক্টোবর) সকালে গুলশান চেয়ারপারসনের বাসভবনের সামনে সফরপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাসচিব বলেন, সফরকে ঘিরে চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত ও পথিমধ্যে সব ধরনের সহযোগিতার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশে আসার পর সিদ্ধান্ত নেন- মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। সেই লক্ষে শনিবার তিনি সফর করছেন।
চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকবেন। এ ব্যাপারে দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু ও বরকতুল্লাহ বুলু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
এএম/এসআরএস