ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ফেসবুকে আপত্তিকর পোস্ট, সাতক্ষীরায় বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
ফেসবুকে আপত্তিকর পোস্ট, সাতক্ষীরায় বিএনপি নেতা গ্রেফতার

সাতক্ষীরা: ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে দায়েরকৃত ৫৭ ধারার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৯ অক্টোবর) সকালে যশোর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।   

সাতক্ষীরা সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে জানান, বিএনপি নেতা ও সদর উপজেলার ভালুকা চাঁদপুর কলেজের অধ্যাপক হুদাকে গ্রেফতার করা হয়েছে।

তাকে যশোর শহর থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে।  

ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে ১৪ অক্টোবর রাতে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাতক্ষীরা সদর থানায় হুদার বিরুদ্ধে মামলার এজাহার করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।  

পরদিন সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এজাহারটি পুলিশ হেড কোয়ার্টারে পাঠান। সেখান থেকে যাচাই বাছাই শেষে ১৭ অক্টোবর সন্ধ্যায় এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ পান।  মামলা নম্বর-৫২। তারিখ-১৭.১০.১৭।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।