ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া

ঢাকা: রাজধানীর পল্টন এলাকার ভিআইপি টাওয়ারের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নামলে এ ঘটনা ঘটে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।

এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বিএনপি সূত্রে জানা যায়, খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিল থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে। ।

তবে ওসি জানিয়েছেন, এখনো কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।