শনিবার (১২ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, গত শুক্রবার (৪ মে) সর্বশেষ পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন।
অবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, একমাস আগেও তিনি সুস্থ ছিলেন। আমরা যখন দেখা করেছিলাম তখন তিনি ভিজিটর রুমে এসে দেখা করেছিলেন। এখন তিনি এতটাই অসুস্থ যে ভিজিটর রুমে আসতে পারেন না। আমরা বার বার তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার দাবি জানালেও সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তা বোধগম্য নয়।
সুচিকিৎসা তো দেয়া হচ্ছেই না তাকে নূন্যতম সুযোগ সুবিধাও দেয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ১২, ২০১৮
এমএইচ/আরএ