শনিবার (১৯ মে) রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দলের প্রধান খালেদা জিয়া কারাবন্দি থাকায় ইফতারে আগত অতিথিদের অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইফতারে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০ দলীয় জোটের নেতাদের মধ্যে অংশ নেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান অধ্যাপিকা রেহানা প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা।
জোটের বাইরে রাজনীতিকদের মধ্যে ছিলেন বিকল্প ধারার চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির চেয়ারম্যান আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১৯, ২০১৮
এমএইচ/এইচএ/