রোববার (২৭ মে) দুপুরে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অশোক কুমার দত্ত।
এর আগে বুধবার (২৩ মে) দুপুরে সদর ও ফতুল্লা থানার দু’টি নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিনের পর তার মুক্তির আগে ২০১৭ সালের সদর থানার একটি নাশকতার মামলায় তাকে পুনরায় জেলগেট থেকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
পরে রোববার তাকে চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত সদর থানার একটি নাশকতার মামলায় আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামি পক্ষের আইনজীবী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাংলানিউজকে জানান, এ মামলার এজাহারে খোরশেদের নাম না থাকা সত্ত্বেও তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য সবাই জামিনে রয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
গত ১৯ মার্চ কাউন্সিলর খোরশেদ স্মার্টকার্ড বিতরণের সময় নারায়ণগঞ্জ আদর্শ স্কুল থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
ওএইচ/