মঙ্গলবার (২৯ মে) রাজধানীর গুলশানের অল কমিউনিটি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন দলের নেতাদের প্রতি এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, জাতির সামনে আজ যে সংকট তা কোনো একক ব্যক্তির না, কোনো দলের না, এই সংকট আজ সমস্ত দেশের, সমগ্র জাতির।
তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়েই আমরা এই ভয়াবহ দানবশক্তিকে পরাজিত করতে পারবো। জনগণের ঐক্য প্রতিষ্ঠিত করতে পারবো। জনগণ আশান্বিত হতে পারবে এবং জনগণের যে প্রত্যাশা সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়ার জামিন ‘স্টে’ করে আবার আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্র শুরু হয়েছে তাকে গ্রেফতারের পর থেকেই। তাকে আটকে রাখার জন্যই। তিনি নিঃসন্দেহে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের পুরোভাগের নেতা। আমি আজকে এই ফোরাম থেকে আবারও তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমার মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ, বিকল্পধারার মহাসচিব মেজর অব. এম এ মান্নান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমএইচ/এমজেএফ