ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার বাসা ও অফিসে দোয়া মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ৩০, ২০১৮
খালেদার বাসা ও অফিসে দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিল

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ও বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

বুধবার (৩০ মে) বিকেলে গুলশানের ৮৬ নম্বর সড়কে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মো. আব্দুল কাইয়ূম, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপিকা শাহেদা রফিক, সাবিহ উদ্দিন আহম্মেদ, ড. এনামুল হক চৌধুরী, ঈসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন, মুন্সি আলাউদ্দিন আল আযাদ, মোঃ জাকারিয়া, সাজ্জাদ হোসেন, এ কে এম জাহাঙ্গীর, রিয়াজ উদ্দিন নসু, তাবিথ আউয়াল, শামসুদ্দিন দিদার, শায়রুল কবীর খান প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মোঃ নেসারুল হক।

একই দিন বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের ৭৯ নম্বর সড়কের বাসভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল নোমান, চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার, মেজর (অব.) কামরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ূম, আব্দুল আউয়াল মিন্টু, ঈসমাইল জবিউল্লাহ, কর্নেল (অব.) মো. ইসহাক মিয়া, কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মেজর (অব.) আজিজ রানা, রিয়াজ উদ্দিন নসু, শামসুদ্দিন দিদার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।