বুধবার (৩০ মে) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী।
তিনি বলেন, জনগণ এখন বড়ই কষ্টে আছে। দরিদ্র মানুষ আরো দরিদ্র হচ্ছে। আর ধনিরা বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে। সরকারের মন্ত্রীদের সন্তানরা বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে। সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করা সবার কর্তব্য।
জমিয়তের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, মুসলিম লীগের সভাপতি কামরুজ্জামান খান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান খান, কল্যাণ পার্টির সিনিয়র ভাইস-চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ ফারুক, যুগ্ম-মহাসচিব বাহাউদ্দিন যাকারিয়া, তাফাজ্জল হক আজিজ, ফজলুল করিম কাসেমী, মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এমএইচ/এমজেএফ