বৃহস্পতিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
ড. মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় নয়, দন্ডবিধির ১০৯ এ সাজা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়া দুর্নীতি করে কারাগারে আছেন, তাকে কিভাবে আমরা মুক্ত করবো।
‘আমি আজকে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি যেকোনো কথা যে কোনোভাবে বলতে পারেন না। খালেদা জিয়ার শাস্তি দুর্নীতি দমন আইনের কোনো ধারায় হয়নি। খালেদা জিয়া দুর্নীতি করে কারাগারে আপনি এমন কথা বলতে পারেন না। ’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করেছে, আর উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সাবেক প্রধান বিচারপতি সিনহাকে বিদায় করার পরই, উচ্চ আদালতকে এ সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার যদি খালেদা জিয়াকে আটকে না রাখবে, তাহলে হাইকোর্টে জামিন পাওয়ার পরে কেন আপিল করা হয়? সরকারের নির্দেশ ছাড়া আপিল করা সম্ভব নয়। অতএব সরকারই আদালতকে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন, স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এমএইচ/এমএ