শনিবার (২ জুন) দুপুর ২টার দিকে শাহজাদপুর পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মোহাম্মদ গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, গ্রেফতার আরিফের বিরুদ্ধে ২০১০ সালে মুলিবাড়িতে খালেদা জিয়ার জনসভাস্থলে ট্রেনে অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে দায়ের করা চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গোপন খবর পেয়ে দুপুরে ওই এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এসআরএস