ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতাকে আটকের অভিযোগ রিজভীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
বিএনপি নেতাকে আটকের অভিযোগ রিজভীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রিজভী

ঢাকা: বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে তার গুলশানের বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, একটি স্বাধীন দেশের সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তাকে রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে তা পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও হার মানায়।

তিনি অভিযোগ করে বলেন, সোমবার দিনগত রাত তিনটায় তাকে নিয়ে যাওয়া হলেও আইন-শৃঙ্খলা বাহিনী তা স্বীকার করছে না। দলের পক্ষ থেকে আমি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তাকে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।