এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
সুত্র জানায়, গাজীপুরের নির্বাচনের ফলাফল পরবর্তী রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়া সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াত তাদের প্রার্থীর মনোনয়ন চায়। সে বিষয়েও আলোচনা হবে।
উল্লেখ্য গত কয়েকদিনে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন গাজীপুরের নির্বাচন দেখে তিন সিটিতে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
এমএইচ/জেডএস