ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপির ৬৬ নেতাকর্মীর জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সিলেটে বিএনপির ৬৬ নেতাকর্মীর জামিন

সিলেট: উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন সিলেট বিএনপি ও অংগ সংগঠনের ৬৬ নেতাকর্মী।

রোববার (২৯ জুলাই) দুপুর দুইটার দিকে হাইকোর্ট থেকে তারা ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। দলীয় সূত্রে বিষয়টি জানা গেছে।

সিলেট বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হকের নির্বাচনী কার্যালয়ের অফিসিয়াল ই-মেইল থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।   

গত বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে নগরীর চৌখিদেখি এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (২৭ জুলাই) বিএনপি ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের ৬৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১৫জনের বিরুদ্ধে মামলা নগরের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।