ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়নকে থানায় রুপান্তরের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই থানার কার্যক্রম উদ্বোধন করা হবে বলে তিনি জানিয়েছেন।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তরা বাজার থেকে বৈরাগী হাট পর্যন্ত ১কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি রুহিয়া থানার যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সকল প্রকার রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট খুব দ্রুত নির্মাণ করার আশ্বাস দেন।
এ উপলক্ষে মুজামন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ললিত কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সল মাহমুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহানুর, বিদ্যালয়ের সভাপতি বদরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
জানা গেছে, সরকারি অর্থায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এই সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি। আগামী এক বছরের মধ্যে এ কাজ শেষ হবে।
উল্লেখ্য, এই থানা উদ্বোধন হলে জেলায় থানার সংখ্যা হবে ৬টি।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর