ঢাকা: যাত্রা শুরু করল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ক্যাম্পাস টেলিভিশন ‘ইউল্যাব টিভি’।
সংবাদ বিজ্ঞপ্তিতিতে জানানো হয়, বৃহস্পতিবার ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে ধানমন্ডিস্থ ইউল্যাব ক্যাম্পাসে ইউল্যাব টিভির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউল্যাব টিভির উদ্বোধন ঘোষণা করেন ‘নিউজউইক ইন্টারন্যাশনাল’ পত্রিকার সাবেক সম্পাদক জনাব টুংকু ভারাদারাজান।
প্রথমবারের মতো ইউল্যাব টিভির মাধ্যমে বাংলাদেশের ইউনিভার্সিটি ক্যাম্পাস টেলিভিশন জগতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। এ টিভির মাধ্যমে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি হাতে-কলমে বিশ্বমানের সাংবাদিকতা ও বিভিন্ন ধরণের টেলিভিশন অনুষ্ঠান তৈরিতে পারদর্শী হবে।
ইউল্যাব টিভিতে সাপ্তাহিক সংবাদ, সাপ্তাহিক টক শো (ইনসাইড স্টোরি), ডকুমেন্টারি (রোড শো), ম্যাজিক শো (স্পেলবাউন্ড), পাক্ষিক ডকুমেন্টারি (ফ্যাকাল্টি এন্ড স্টুডেন্ট প্রোফাইল), মিউজিক্যাল শো (মিউজিক মোমেন্ট ও মিউজিক রানার) পরিবেশন করা হবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইউল্যাবের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব টিভির অনুষ্ঠানাদি নিয়ে আলোচনা করেন ইউল্যাব টিভির উপদেষ্টা ও মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক মোহা. সাজ্জাদ হোসাইন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার লে. কর্ণেল ফয়জুল ইসলাম (অব.), স্টুডেন্ট এ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস অফিসের উপদেষ্টা জুধিথা ওলমেকার, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৩
প্রে.বি/সম্পাদনা: কামরুল হাসান কাইউম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর