ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

সহিংসতায়-মৃত্যুতে বিজয়ের আনন্দ ম্লান হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সহিংসতায়-মৃত্যুতে বিজয়ের আনন্দ ম্লান হচ্ছে সাবেক মন্ত্রী লে. জেনারেল (অব.) নুরুদ্দীন খান

ঢাকা: সহিংসতায় মানুষের মৃত্যুতে বিজয়ের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী লে. জেনারেল (অব.) নুরুদ্দীন খান।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে হৃদয়ে বাংলাদেশ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘বিজয় দিবসের তাৎপর্য এবং বিরাজমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর (অব.) মোহাম্মদ হানিফের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক।

প্রধান অতিথির বক্তব্যে নুরুদ্দীন খান বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। কিন্তু যেদিন এই আইন পাস হয়েছে সেদিন যদি আমরা কঠিন আন্দোলন গড়ে তুলতে পারতাম তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না।

তত্ত্বাবধায়কের জন্য আন্দোলনে প্রতিদিন সহিংসতায় মানুষ মারা যাওয়ায় বিজয়ের আনন্দ ম্লান হয়ে যাচ্ছে। বিজয়ের দিন এলেই আমরা এটা পালনের জন্য নানা আয়োজন করি। কিন্তু এ মাস চলে গেলেই আর কারও খোঁজ থাকে না। খুব সহজেই আমরা সবাই ভুলে যাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া বলেন, সত্যিকারের স্বাধীনতার তাৎপর্য ও আনন্দ পাচ্ছি না। যখন দেশে বিনা নির্বাচনে ১৫৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে। এটাই যদি গণতন্ত্র হয় তাহলে আমাদের খুবই দুর্ভাগ্য।

নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়াল এডমিরাল (অব.) শাহ ইকবাল মুজতবা বলেন, আমরা বলছি সুমদ্র জয় করেছি। এটা যে কতটা অসত্য কথা যারা নৌবাহিনীতে কাজ করেন তারা বলতে পারবেন।

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাসনিম রানা বলেন, এক রাজনৈতিক দল তার বিরোধী দলকে পাকিস্তান যেতে বলছে। আবার আরেক রাজনৈতিক দল অন্য দলকে ভারত যেতে বলছে। শুধু একে ওপরের ওপর দোষারপ চলছে। এতে কোনো সমাধান হবে না। স্বাধীনতার চেতনার কথা শুধু মুখে নয়, বাস্তবেও এটা প্রতিষ্ঠিত করতে হবে।

সবশেষে জেনারেল ইব্রাহিম সাবেক সেনাকর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের প্রয়োজনে আমরা কাজ করতে পারি। তাই আমাদের উচিত নিজেদের কাজে লাগানো।

সভায় প্রায় ৫০ এর অধিক সাবেক সেনা ও নৌ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৩
সম্পদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ