ঢাকা: ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে সম্ভাব্য সব শিরোপাই হাতে নিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ব্যক্তিগত প্রায় সব অর্জনও এসেছে কাতালান দলটির হয়ে খেলে।
স্প্যানিশ ২০১৩-১৪ প্রিমেরা ডিভিশনে মাসের সেরা ফুটবলারকে পুরস্কার প্রদানের প্রথা চালু হয়। তবে রেকর্ড পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ী এ তারকার কাছে এর আগে ট্রফিটি অধরাই ছিলো।
তবে ২২টি ট্রফির পর স্পেনের ঘরোয়া লিগে গত জানুয়ারি মাসের সেরা ফুটবলার হন মেসি। এ সময় তিনি পাঁচটি ম্যাচ খেলে ছয়টি গোল করেন। এরমধ্যে গ্রানাডার বিপক্ষে হ্যাটট্রিক সহ অ্যাতলেটিক বিলবাও, মালাগা ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোলগুলো করেন ২৮ বছয় বয়সী এ তারকা।
এদিকে ক্লাব সতীর্থ নেইমারের পর দ্বিতীয় বার্সা ফুটবলার হিসেবে মেসির হাতে ট্রফিটি উঠলো। তবে মেসির প্রতিদ্বন্দ্বী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে পুরস্কারটি দুইবার গ্রহন করেন। পর্তুগিজ অধিনায়ক ছাড়া অ্যাতলেটিকোর স্ট্রাইকার দিয়েগো গদিন ও অ্যান্তোনিও গ্রিজম্যান ও রিয়াল সোসিয়েদাদের কার্লোস ভেলা দুইবার পুরস্কারটি পান।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস