চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খড়িবাড়ী এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ জহুরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক জহুরুল ইসলাম উপজেলার ডিমকইল এলাকার জমির উদ্দিনের ছেলে।
র্যাব-৫-এর উপ পরিচালক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শনিবার রাত ১১টার দিকে খড়িবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বিক্রির উদ্দেশে নিয়ে আসা পাঁচ কেজি গাঁজাসহ জহুরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। সেই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুল দীর্ঘদিন ধরে ঢাকাসহ সারাদেশে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে দুপুরে নাচোল থানায় একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
আরএ