ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভবদহে টিআরএম বাস্তবায়নে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর তাগিদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ভবদহে টিআরএম বাস্তবায়নে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর তাগিদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের বিল কপালিয়ায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট/জোয়ারাধার) প্রকল্প চালু করে ভবদহ সমস্যা নিরসনে জোর তাগিদ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।  

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে অভয়নগরের কালিশাকুল গ্রামের ভবদহ কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন।

 

যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক, যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়, যশোর-৫ (মণিরামপুর)আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আমীর হোসেন, মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হক মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুপারিন্টেন্ড ইঞ্জিনিয়ার জুলফিকার আলী হাওলাদার, চিফ ইঞ্জিনিয়ার কেএম আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, উপবিভাগীয় প্রকৌশলী শাওকত হোসেনসহ ভবদহ পার্শ্ববর্তী ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।  

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) আফজার নোমান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, বিল কপালিয়ায় টিআরএম প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় বন্যাদুর্গত ভবদহ অঞ্চলের (কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর) মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় রাত কাটাচ্ছেন। সভায় টিআরএম বাস্তবায়ন করে জলাবদ্ধতা নিরসনের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রতিমন্ত্রী।  

যশোর পাউবো নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বাংলানিউজকে বলেন, টিআরএম বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। তবে যেকোনো ধরনের বাধা এড়াতে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।  

তিনি আরও বলেন, ভবদহ সমস্যা সমাধানে টিআরএমের কোনো বিকল্প নেই সেটা এখন প্রকল্প বিরোধীরাও টের পাচ্ছেন। তবে, আগামীতে ওই এলাকায় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ইউজি/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ